১বাচ্চা বা বড়োদের পায়ে কাটা ফুটলে কাটা ফোটার স্থানে গলানো গুড়ে ১০ গ্ৰাম জোয়ান,পেষাই করে মিশিয়ে একটু গরম করে বেঁধে দিন। কাঁটা আপনার থেকেই বেরিয়ে আসবে।২ লাউয়ের ৮-১০টি বীজ বার করে পিষে নিন তারপর তারপর তাকে একটু মধু মিশিয়ে সেটা ধীরে ধীরে চাপুন। এতে দেহের বিভিন্ন অঙ্গ বা শরীরের ফোলাভাব কমে আসে।৩। সর্ষের তেল ২০০ গ্ৰাম আর কপূর ৩০গ্ৰাম_এই দুটোকে মিশিয়ে একটা শিশিতে ঢেলে রোদে রেখে দিন।একটু পরে শিশিকে ভালো করে নেড়ে সেই তেল দিয়ে কোমরে মালিশ করুন । এতে কোমর যন্ত্রণা উপসম হয়।

